সংক্ষেপে দাবিগুলি
ভারতের হিন্দুদের জন্য সমানাধিকারের দাবী
- আপনি কি কোর্টের এবং আইনের দ্বারা হিন্দু ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপে ক্ষুব্ধ?
- আপনি কি গোসম্বন্ধীয় গণহত্যার আকস্মিক বৃদ্ধিতে বিচলিত?
- আপনি কি সুপ্রীম কোর্টে হিন্দুধর্ম নিয়ে জনস্বার্থে কৃত মামলার অভাবনীয় বৃদ্ধিতে অবাক?
সারা ভারত থেকে ১০০এর অধিক হিন্দু ২০১৮ সালের ২২শে সেপ্টেম্বর মিলিত হন এবং হিন্দুদের অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে সমানাধিকারের ন্যায় এবং যুক্তিসঙ্গত দাবী জানান। এই বৈঠকে আটটি মুখ্য দাবীর এক সনদ তৈরী করা হয়।
১। লোকসভায় উত্থাপিত শ্রী সত্যপাল সিংয়ের ২০১৬এর ব্যক্তিগত সদস্যের বিল পাশ করে হিন্দুদের ধর্মীয় ব্যাপারে সমানাধিকার প্রদান করুন। এর ফলে হিন্দুরা পাবে -
মন্দির এবং পূজা-অর্চনার অন্যান্য স্থান পরিচালনার অধিকার
সরকারপ্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা, বৃত্তির অধিকার ইত্যাদি
ভারতের প্রাচীন পুঁথি এবং জ্ঞানার্জনের অন্যান্য পদ্ধতি সরকারী শিক্ষালয়ে পঠনপাঠনের ব্যবস্থা
সরকারী হস্তক্ষেপের বাইরে নিজেদের শিক্ষা-প্রতিষ্ঠান গঠন এবং তার চালনার অধিকার
২। "বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) - ২০১০" আইনকে রদ করে "বিদেশী অনুদান (নিষিদ্ধকরণ)" আইন চালু করা বিদেশী অনুদানকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হোক, ব্যতিক্রম থাকবে একমাত্র ব্যক্তিগতভাবে সাহায্যকারী দ্বৈত নাগরিকধারী ভারতীয়দের সাহায্য :
৩। কেন্দ্রীয় সরকারের দ্বারা ধর্মীয় স্বাধীনতা আইন (স্থানীয় সাংস্কৃতিক এবং ধর্মীয় পরম্পরার সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক ধর্মান্তরকরণে নিষেধাজ্ঞা) প্রণয়ন:
৪। ভারতীয় সংবিধানের ৩৫ক এবং ৩৭০ ধারার বিলোপ এবং জম্মু এবং কাশ্মীর রাজ্যকে জম্মু, কাশ্মীর এবং লাদাখ রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে ত্রিভঙ্গকরণ:
৫। ভারত থেকে গোমাংস রপ্তানিতে নিষেধাজ্ঞা
৬। ভারতীয় সমস্ত কলা, সাহিত্য, নৃত্য ইত্যাদিকে তুলে ধরতে এবং জীর্ণ দীর্ণ মন্দির ইত্যাদির সংরক্ষণে এবং পুনর্নির্মাণে হৈন্দব সংস্কৃতি জীর্ণোদ্ধারণ নিগম একটি কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত সংস্থা হিসাবে স্থাপন যার মূল অর্থ হবে ১০,০০০ কোটি টাকা এবং অনুরূপ পরিমাণ হবে বার্ষিক সাহায্য।
৭। নাগরিকত্ব আইনের পরিমার্জিত সংস্করণ আইন হিসাবে প্রণয়ন যার দ্বারা ভারতীয় কোন ধর্মে (হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধ) বিশ্বাসী নিপীড়িত মানুষকে নাগরিকত্ব প্রদন করা হবে এবং বর্তমান আইনের সমস্ত সংশোধনী পরিহার করতে হবে।
৮। সমস্ত ভারতীয় ভাষার জন্য সমান সুযোগ প্রদান
এই দাবীগুলি বিস্তারিত পড়ুন এবং আমাদের সমর্থন করুন নিম্নলিখিত পীটিশনটিতে সই দিয়ে
(১ লক্ষ সই সংগ্রহের পর এই পীটিশনটি প্রধান মন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হবে। আপনাদের সমর্থন, সই এবং প্রচার আমাদের সম্পদ।)
পীটিশনে স্বাক্ষর করুন
Sign the Charter of Hindu Demands Petition
Read the petitionডাউনলোডগুলি
হিন্দু সনদের (Bengali)
Press Release - Hindu Charter of Demands (Bengali)
Summary of Hindu Charter of Demands (Bengali)
Upcoming Events

হিন্দু সমাজের দাবী
আমাদের তরফে সাম্প্রতিক সংবাদ
হিন্দুদের জন্য চাই সমানাধিকার
Source: – http://www.bangodesh.com হিন্দুদের জন্য সমানাধিকার দাবি করা বাঙালির রক্তে আছে। নেতাজী সুভাষ বসু বৃটিশ শাসনযন্ত্রকে বোকা বানিয়ে তাঁর অন্তর্ধানের […]
হিন্দুদের প্রতি বৈষম্যমূলক আইনী এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সংশোধন করার জন্য বিশিষ্ট হিন্দুদের দাবী
Source: – http://www.bangodesh.com ভারতের বিভিন্ন প্রান্তের প্রায় একশত বিভিন্ন পেশার বিশিষ্ট হিন্দুরা যথা আধ্যাত্মিক নেতা, অধ্যাপক, শিক্ষাবিদ্, লেখক, চিকিৎসক, প্রযুক্তিবিদ্, […]
হিন্দুদের প্রতি বৈষম্যমূলক আইনী এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সংশোধন করার জন্য বিশিষ্ট হিন্দুদের দাবী
নতুন দিল্লী, ২৩শে সেপ্টেম্বর ২০১৮: ভারতের বিভিন্ন প্রান্তের প্রায় একশত বিভিন্ন পেশার বিশিষ্ট হিন্দুরা যথা আধ্যাত্মিক নেতা, অধ্যাপক, শিক্ষাবিদ্, লেখক, […]